Sunday, July 3, 2016

এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশিট পাওয়া যাবে অনলাইনে


শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কমিটি (আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বা মার্কশিট অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। ‘আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি’র সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ২১ এপ্রিল ২০১৫-এর পরবর্তী এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার মার্কশিট অনলাইনে প্রকাশ করা হবে বলে

শিক্ষকের মর্যাদা
-কাজী কাদের নেওয়াজ

বাদশাহ আলমগীর
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর ;
একদা প্রভাতে গিয়া,
দেখেন বাদশাহ-শাহাজাদা এক পাত্র হস্তে নিয়া;
ঢালিতেছে বারি গুরুর চরণে;
পুলকিত হৃদয় আনত-নয়নে ।।
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।

সুখ
-কামিনী রায়

নাই কিরে সুখ? নাই কিরে সুখ?---
এ ধরা কি শুধু বিষাদময়?
যতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে
কেবলি কি নর জনম লয়?---

বল্ ছিন্ন বীণে, বল উচ্চৈঃস্বরে,---
না,---না,---না,---মানবের তরে
আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর,
না সৃজিলা বিধি কাঁদাতে নরে |
কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া,
সমর-অঙ্গন সংসার এই,
যাও বীরবেশে কর গিয়ে রণ ;
যে জিনিবে সুখ লভিবে সেই |

Saturday, July 2, 2016

জন্মভূমি
- রবীন্দ্রনাথ ঠাকুর

 সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
          সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে ॥

জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন,
শুধু   জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ॥

কোন্‌ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
          কোন্‌ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে 

আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
          ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে ॥

অক্টোবর মাসে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ‍্যালয়ের ভর্তি পরীক্ষা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা (২০১৬-১৭ শিক্ষাবর্ষের) স্নাতক (সম্মান) আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগের সভাপতিত্বে ২৮ জুন ২০১৬ তারিখে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গোলাম মুর্তজা (জনসংযোগ দপ্তরের প্রশাসক,রুয়েট) এক সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ‍্যমে এ তথ্য জানান। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য শিগগিরই রুয়েটের ওয়েবসাইট (www.ruet.ac.bd) এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া পরীক্ষা পদ্ধতিতে নতুন কোনো পরিবর্তন হচ্ছেনা বলে জানানো হয়েছে।