Sunday, July 3, 2016

এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশিট পাওয়া যাবে অনলাইনে


শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কমিটি (আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বা মার্কশিট অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। ‘আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি’র সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ২১ এপ্রিল ২০১৫-এর পরবর্তী এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার মার্কশিট অনলাইনে প্রকাশ করা হবে বলে
জানা গেছে। আদালতের একটি নির্দেশনা অনুযায়ী কোনো শিক্ষার্থী চাইলে তাকে বোর্ড থেকে মার্কশিট দিতে বাধ্য। তাই সব শিক্ষার্থীই যাতে বিড়ম্বনাহীনভাবে মার্কশিট পেতে পারে সে জন্য এগুলো অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এই মার্কশিট দেখতে ও ডাইনলোড করতে পারবে। তবে অনলাইনে মার্কশিট প্রকাশ ঈদের আগে বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ অনলাইনে মার্কশিট প্রকাশের জন‍্য টেলিটক এর সময় প্রয়োজন।

No comments:

Post a Comment