রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা (২০১৬-১৭ শিক্ষাবর্ষের) স্নাতক (সম্মান) আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগের সভাপতিত্বে ২৮ জুন ২০১৬ তারিখে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গোলাম মুর্তজা (জনসংযোগ দপ্তরের প্রশাসক,রুয়েট) এক সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য জানান। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য শিগগিরই রুয়েটের ওয়েবসাইট (www.ruet.ac.bd) এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া পরীক্ষা পদ্ধতিতে নতুন কোনো পরিবর্তন হচ্ছেনা বলে জানানো হয়েছে।

No comments:
Post a Comment